নারী নির্যাতনের বিরুদ্ধে সরব বাঙালি মহিলা সমাজ

আগরতলা, ২ অক্টোবর: ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে বাঙালি মহিলা সমাজ। আজ সংগঠনের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলা শহরে মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন মিছিলটি শিবনগরস্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সংগঠনের অভিযোগ, ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জেরে। রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও নারীপাচার সংক্রান্ত কার্যকলাপ হচ্ছে।  তাই সংগঠনের দাবি, নারীদের সমান অধিকার প্রদান করা হোক। তাছাড়া, নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও নারীপাচার বন্ধ করা,  প্রতিটি নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।