রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল

বিলোনিয়া, ২ অক্টোবর : বিলোনিয়া শহর এবং শহরতলী জুড়ে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। প্রতিদিনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে জনগণ। এরই মধ্যে গতকাল গভীর রাতে রাজনগর ব্লকের বড়পাথরী ত্রিপুরার গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি মোবাইল দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে নগদ ছয় হাজার টাকা সহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে পালিয়েছে।

জানা গেছে , সোমবার সকালে দোকান খুলতে এসে চুরি কান্ডের ঘটনা টের পেয়েছেন দোকানের মালিক বাপন দাস। দোকানের ভিতর ঢুকে দেখতে পায় দামী মোবাইল উধাও। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকার উপরে। এছাড়া নগদ ছয় হাজার টাকা উধাও বলে জানায় দোকানের মালিক বাপন দাসকে । খবর দেওয়া হয়েছে রাজনগর পিআরবাড়ি থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।