নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): জন্মবার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী বাপুকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে গান্ধীজিকে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধীজির কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে।”
এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধী জয়ন্তীর পবিত্র ক্ষণে মহাত্মা গান্ধীকে আমার শ্রদ্ধার্ঘ্য। তাঁর কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলেছে। মহাত্মা গান্ধীর প্রভাব বিশ্বব্যাপী, সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমরা যেন সবসময় তাঁর স্বপ্ন পূরণে কাজ করি। তাঁর চিন্তাভাবনা যেন প্রতিটি যুবককে সেই পরিবর্তনের প্রতিনিধি হতে সক্ষম করে, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সর্বত্র একতা ও সম্প্রীতি বৃদ্ধির।”