৬০ তম প্রতিষ্ঠা দিবসে সূর্য জাগরণ যাত্রা করবে বিশ্ব হিন্দু পরিষদ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ অক্টোবর : বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে  আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ত্রিপুরাতে সূর্যজাগরণ যাত্রা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে উত্তর জেলা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। সকাল ১১টায় বিশ্ব হিন্দু পরিষদের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলা সভাপতি বিনোদ রঞ্জন নাথ, জেলা সম্পাদক মনোজ ধর এবং জেলা বজরং দলের সংযোজক বিশ্বজিৎ মালাকার। বিশ্ব হিন্দু পরিষদের ষাট বছর পূর্তি উপলক্ষে এবং আগামী ২০২৪ শে যে রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হবে তাকে সামনে রেখে এই সূর্যজাগরণ যাত্রা শুরু হচ্ছে বলে জানা গেছে।
সাত অক্টোবর থেকে শুরু হয়ে ত্রিপুরার প্রতিটি জেলা প্রদক্ষিণ করে ১৪ অক্টোবর রাজধানী আগরতলাতে হবে রাজ্য সমারোহ। মূলত হিন্দু সমাজকে জাগ্রত করা মূল লক্ষ্য এবং হিন্দু সমাজকে সঙ্ঘবদ্ধ করা  মূল প্রয়াস বলে জানিয়েছেন তারা।
সাত অক্টোবর থেকে ধর্ম রথের যাত্রা শুরু হচ্ছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয় ৭ অক্টোবর দুপুর একটায় ঊনকোটি জেলা থেকে ধর্মরথ আনন্দবাজারে প্রবেশ করার মধ্যে দিয়ে উত্তর জেলা প্রদক্ষিণ শুরু হবে। আনন্দবাজারে এই রথকে বরণ করে নিতে উপস্থিত থাকবে সাধুসন্তরা, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সদস্যারা এবং বজরং দলের সদস্যরা। তাছাড়া দক্ষিণ আসাম প্রান্তের সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ্র মন্ডল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দুপুর দুইটায় হাফলং এর চিন্তা লোহার ভবনে এক ধর্মসভা অনুষ্ঠিত হবে। দুপুর তিনটায় ধর্মনগর বিধানসভায় প্রবেশ করবে ধর্মপুর জুনিয়র বেসিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক স্বাগত অনুষ্ঠানের মধ্য দিয়ে। একই দিনে দুপুর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকীভবনে এক বিশেষ ধর্ম সভার আয়োজন করা হয়েছে। সেদিন সন্ধ্যা ছয়টায় কদমতলা কমিউনিটি হলে ধর্মসভা অনুষ্ঠিত হবে। পরদিন অর্থাৎ ৮ অক্টোবর সকাল আটটায় কদমতলাতে রাত্রিযাপনের পর ৯ঃ০০ টায় কালা ছড়াতে ধর্মসভার আয়োজন করা হয়েছে। কালাছড়া থেকে সকাল সাড়ে দশটায় কৃষ্ণপুর এবং ১১ঃ৩০ টায় পানিসাগরে পরপর দুটি ধর্মসভা করে দুপুর ২ টায় কাঞ্চনপুর ধর্মসভা হবে। সেখান থেকে বিকাল ০৪:০০ টায় মাছমারাতে ধর্মসভার মাধ্যমে উত্তর জেলা থেকে পুনরায় ঊনকোটি জেলার হাতে এই ধর্মরথকে তুলে দেওয়া হবে। ১৪ অক্টোবর সারা রাজ্যে পরিক্রমার পর আগরতলাতে হবে রাজ্য সমারোহ। এই সমারোহে বিনায়ক রাউথ দেশপান্ডে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *