নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১অক্টোবর: ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে সিএমও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য রুনু মিয়া ,প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবের আহমেদ খান, কংগ্রেস দলের অন্যতম নেতা চন্দ্রশেখর সিনহা থেকে শুরু করে আরো অনেকে । এই ছয় দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল উনকোটি জেলা হাসপাতালে অবিলম্বে মেডিসিনের ডাক্তার নিয়োগ করতে হবে। এছাড়াও আরোও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবিগুলির সাথে সহমত পোষণ করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্খ সুভ্র দেবনাথ। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য চিকিৎসকের অভাবে হাসপাতালে চিকিৎসা পরিষেবা দীর্ঘদিন ধরেই বিঘ্নিত হচ্ছে।
জনস্বার্থেই কংগ্রেসের তরফ থেকে সিএম ও-র কাছে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে ডেপুটেশন প্রদানকারী দলের সদস্যরা
জানিয়েছেন।
2023-10-01