হুগলি, ১ অক্টোবর (হি. স.) : হুগলির হিন্দমোটরে এনডিআরএফ-এর সহায়তায় সামাজিক সংগঠন সংকল্পের নেতৃত্বে চলল স্বচ্ছতা অভিযান। রবিবার হিন্দমোটর রেলওয়ে স্টেশন এবং আশেপাশের এলাকা পরিষ্কার করা হয়।
এনডিআরএফ ইন্সপেক্টর রমেশ যাদব তার দল সহ এই স্বচ্ছতা অভিযানে অবিচল ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বালি আরপিএফ-এর ইন্সপেক্টর এল. এস. যাদব এবং হাওড়া ডিসিএম রাহুল রঞ্জন। সংগঠনের চেয়ারপার্সন পঙ্কজ রাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সামাজিক সংগঠন সংকল্পের সদস্যরা।