নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি/আগরতলা, ১ অক্টোবর : আজ স্বচ্ছতায় মজেছে গোটা দেশ। সাফাই অভিযানে এক ঘণ্টার শ্রমদানে এক প্রকার উৎসবের মেজাজে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা অংশ গ্রহণ করেছেন।
২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানে এক ঘণ্টা শ্রম দান করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন জায়গায় পালিত হয়েছে স্বচ্ছ ভারত কর্মসূচী। বাদ যাননি দেশের প্রধানমন্ত্রীও।
এদিন ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারতের লক্ষ্যে ঝাড়ু হাতে দেশকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগের দিন সাফাই অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। সেই কারণে ১ অক্টোবর, রবিবার ঝাড়ু হাতে ময়দানে নামতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন প্রায় ১ ঘণ্টা এই সাফাই অভিযানে অংশ নেন তিনি। সেই ভিডিও প্রধানমন্ত্রী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে পোস্টও করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত বাইয়ানপুরিয়া। ক্যাপশানে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ, ভারতের লক্ষ্য স্বচ্ছতা।”
ভিডিওতে দেখা গিয়েছে, হাতে গ্লাভস পরে ময়লা পরিস্কার করছেন দেশের প্রধানমন্ত্রী। একটি বাগানে ঝাড়ু নিয়ে বাগানটি ঝাড়ু দিতেও দেখা গিয়েছে তাঁকে। তাঁর সঙ্গে এই স্বচ্ছতা অভিযানে ছিলেন তরুণ ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত। তবে ঠিক কোথায় ভিডিওটি রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি। চার মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ক্যাপশানে লিখেছেন, “আজ যেহেতু ভারতের লক্ষ্য স্বচ্ছতা, তাই অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমি একই কাজ করেছি। কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, আমরা ফিটনেস এবং সুস্থতাকেও মিশ্রিত করেছি। সবটাই স্বচ্ছ এবং সুস্থ্ ভারতের ভাবনা।”
এদিকে দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাও স্বচ্ছতা অভিযানে অংশ দিয়েছেন। আজ আগরতলা পুরনিগমের উদ্যোগে এমবিবি চৌমুহনীতে এক সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারগণ, মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং বিভিন্ন দপ্তরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ সেখানে সাফাই অভিযানে অংশ নেন।
সাফাই অভিযানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী ঘোষণা করেছিলেন। সেই অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে ও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক ঘন্টা শ্রমদান করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে আজ সারা দেশে সাফাই অভিযান কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, রাজ্যকে স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তুলতে প্রচেষ্টা নেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি রবিবার মঠ চৌমুহনী বাজারে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত সম্মান জানাতে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এক ঘন্টার জন্য শ্রমদান করার আহ্বান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত সম্মান জানিয়ে এ দিন বাজারে এই স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। এইদিন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি।
এদিকে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে রবিবার আগরতলার ৭৯ টিলা এলাকায় স্বচ্ছতা অভিযান সংগঠিত করা হয়। এই স্বচ্ছতা অভিযানের সুচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিক সহ কর্মীরা। স্বচ্ছতা অভিযানে পাশাপাশি এইদিন ডাস্টবিন প্রদান করা হয়। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্মীদের সাথে এইদিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে সামিল হন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। স্বচ্ছতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন। মহাত্মা গান্ধির জন্মদিনকে সামনে রেখে এইদিন স্বচ্ছ অভিযান সংগঠিত করা হয়েছে। আগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি দেখা যেত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে দেশ জুরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়।
বিলোনিয়া সংযোজনঃ- রাজ্যের অন্যান্য জায়গার ন্যায় জঞ্জাল মুক্ত ত্রিপুরা, রোগ মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়ে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়েছে রবিবার। ” স্বচ্ছতা হি সেবা ” এই মূল মন্ত্র নিয়ে বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্তের বিভিন্ন দপ্তরের অফিস, আদালত, স্কুল কলেজ , থেকে শুরু করে মন্দির, মসজিদ প্রাঙ্গনে চলে স্বচ্ছতার অভিযান। এছাড়াও হাট বাজারে যেমন অভিযান চলে তেমনি নিজ নিজ এলাকাকে স্বচ্ছতা রাখতে ঝাড়ু, দা, কোদাল নিয়ে স্বচ্ছতা অভিযানে নেমে পড়তে দেখা গেল এলাকাবাসীদের। রবিবার সকাল আটটা থেকে শুরু হয় স্বচ্ছতার এই অভিযান ,তা চলে বেলা বারোটা পর্যন্ত। বিলোনিয়া মহকুমাধীন রাজনগর ব্লকেও চলে স্বচ্ছতা হি সেবা অভিযান। এই দিন বিধায়িকা স্বপ্না মজুমদারকে ঝাড়ু হাতে দেখা গেল রাধানগর বাজার এলাকায় স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়া অন্যান্য মহিলাদের সাথে ঝাড়ু দিয়ে রাধানগর বাজারের জঞ্জাল সাফাই করতে। সাথে ছিলেন রাজনগর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সহ বাজারের ব্যাবসায়ীগন। রাধানগর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়েছে। অপরদিকে বিলোনিয়া সরকারী ইংরেজি মাধ্যম দ্ধাদশ শ্রেনি বিদ্যালয়েও চলে স্বচ্ছতা অভিযান। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ পুর পরিষদের কাউন্সিলর।
চড়িলাম সংযোজনঃ-অন্যান্য জেলার ন্যায় এই কর্মসূচির অঙ্গ হিসাবে সিপাহীজলা অভয়ারণ্যে স্বচ্ছতার জন্য শ্রমদান করেন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। উপস্থিত ছিলেন অধিকর্তা বিশ্বজিৎ দাস।এদিকে বিশালগড় মহকুমায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বন দপ্তর, সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা এক ঘন্টা শ্রমদান করেন স্বচ্ছতার জন্য। বিশালগড় মোটর স্ট্যান্ডে স্বচ্ছতা অভিযানে শ্রমদানে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। কয়েকশো কার্যকর্তা গোটা মোটর স্ট্যান্ড চত্বরে স্বচ্ছতা অভিযান সংগঠিত করেন। এছাড়া বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে বিশালগড়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেন স্থানীয় নাগরিকরা। বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক চত্বরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা। বিশালগড় বিধানসভার প্রতিটি পঞ্চায়েত এলাকায় স্বচ্ছতার জন্য শ্রমদান করেন সাধারণ মানুষ। তাছাড়া কমলাসাগর, চড়িলাম, গোলাঘাটি বিধানসভার প্রতিটি পঞ্চায়েতে স্বচ্ছতা অভিযান সংগঠিত হয়। অন্যদিকে রবিবার সকালে বিএসএফ ৬৯ ব্যাটালিয়নের উদ্যোগে গকুলনগর সিটিআই পার্কে সাফাই অভিযান সংগঠিত হয়। উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডডেন্ট আনন্দ কুমার শর্মা, ডেপুটি কমান্ডডেন্ট ব্রীজেশ যাদব, রনবীর সিং, অনিল কুমার, সরোজ কুমার উপাধ্যায় প্রমুখ। এই পার্ক সাফাই করে দেওয়ায় পূর্ব গকুলনগর পঞ্চায়েত প্রধান পাপিয়া দাস বিশ্বাস বিএসএফ জওয়ানদের ধন্যবাদ জানান।
কল্যানপুর সংযোজনঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশব্যাপী “স্বচ্ছতা হি সেবা” হিসেবে ১ ঘন্টা শ্রমদান কার্যক্রমের অঙ্গ হিসাবে আজ কল্যাণপুর_মণ্ডল আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানে কার্যকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেন খোয়াই জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী। সাথে ছিলেন মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্য নেতারা । পাশাপাশি স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে কল্যাণপুর_আর.ডি ব্লকে বৃক্ষরোপণ করেন বিধায়ক সহ অন্য রা । বিধায়ক পিনাকী দাস চৌধুরী সকলের প্রতি আহ্বান রাখেন প্রত্যেকে যাতে প্রতিদিন এই স্বচ্ছ ভারতের মাধ্যমে নিজের বাড়ি-ঘর, পরিবেশ, গ্রাম সব জায়গাকে স্বচ্ছ রাখেন।
মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে গোটা দেশব্যাপী রবিবার স্বচ্ছতা অভিযানে নাগরিকরা অংশ গ্রহণ করেছেন। একপ্রকার বলা চলে গোটা দেশ ব্যাপী উৎসবের মেজাজেই পালিত হয়েছে স্বচ্ছতা অভিযান।