বাঁকুড়ায় জেলা জুড়ে স্বচ্ছতা অভিযান, হাত মেলালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

বাঁকুড়া, ১ অক্টোবর (হি. স.) : বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঁকুড়া জেলা জুড়ে চলল “স্বচ্ছতা হি সেবা অভিযান” কর্মসূচি ।রবিবার সকালেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার লোকপুর এলাকা পরিচ্ছন্ন করতে পথে নামেন।স্হানীয় জলাশয়ও তিনি পরিস্কার করতে নেমে পড়েন।তার সাথে হাত মেলান একদল মানুষ।জলাশয়ে নেমে তিনি কচুরিপানা সহ আবর্জনা তুলে পরিষ্কার করেন।

অপরদিকে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা আজ সকালে ভৈরবস্হান মোড়, কানকাটা এলাকা পরিসস্কারে হাত লাগান।একদল কর্মীর সাথে ঝা়ঁটা হাতে নিয়ে রাস্তা ঘাট পরিস্কার করতে শুরু করেন।তিনি বলেন গান্ধী জীর জন্মদিন থেকে পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে এই কর্মসূচি পালন করা হোল।

স্বচ্ছ ভারত অভিযানে নামেন সেনা জওয়ানেরা।এদিন সকালে দূর্গাপুর এর ১৬৯নং সি আর পি এফ ব্যটেলিয়ান এর জওয়ান রা বড়জোড়া হাইস্কুল এলাকা পরিচ্ছন্ন করতে নামেন।তাদের সাথে স্কুলের পড়ুয়ারা হাত লাগায়।ব্যাটেলিয়ানের কমান্ডার রাজেশ শর্মা বলেন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এদিন দেশজুড়ে স্বচ্ছ অভিযান শুরু হয়েছে।এই কর্মসূচিতে আমাদের জওয়ানরা সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *