হলদোয়ানিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ধামীর

হলদোয়ানি, ১ অক্টোবর (হি.স) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ রাজ্যের হলদোয়ানিতে শহিদ পার্কে স্বচ্ছতা হি সেবা প্রকল্পের অধীনে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে তাঁদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, মেয়র ডাঃ যোগেন্দ্র পাল রাউতেলা এবং দলের অনেক আধিকারিকও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে পার্কটিও পরিষ্কার করেন। অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী স্কুলের শিশুদের পরিচ্ছন্নতার বার্তাও প্রদান করেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে, স্বচ্ছতা হি সেবা প্রকল্প দেশজুড়ে পালন করা হচ্ছে। এর অভিযানের অধীনে যেসমস্ত স্থানে জনসমাগম হয় সেইসব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ধামি জানান, জাতির পিতা মহাত্মা গান্ধী সমগ্র দেশকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকার আমরা এখন সবাই মিলে পূরণ করব। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এও বলেন, উত্তরাখণ্ডের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ অনুরাগ রয়েছে। এখানকার মানুষও তাঁকে তাদের আপন বলে মনে করেন, সেকারণে এবারও উত্তরাখণ্ড তাঁর কর্মসূচি থেকে একটি বড় উপহার পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *