ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ভিনু মানকর ট্রফির জন্যও রাজ্য দল ঘোষণা করা হয়েছে। নেতৃত্বে সপ্তজিৎ দাস। সহকারী দ্বীপজয় দেব। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর একদিনের ট্রফি ২০২৩-২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে নয়া দিল্লিতে। এর জন্য ১৮ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করা হয়েছে। সঙ্গে আরও চারজনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে রাজ্য দল ঘোষণা করেছেন। রাজ্য দলটি হল: সপ্তজিৎ দাস (অধিনায়ক), দ্বীপজয় দেব (সহ-অধিনায়ক, উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (উইকেট রক্ষক), প্রীতম দাস, আয়ুষ অনিল দেবনাথ, শুভজিৎ সঞ্জীব দাস, প্রিয়াংশ মিত্র, দীপঙ্কর ভাটনগর, রাহুল সূত্রধর, অর্কজিৎ পাল, অভীক পাল, রোহন বিশ্বাস, অর্কজিৎ রায়, বিস্ময় পাল, রাকেশ রুদ্র পাল, দীপায়ন দাস, প্রনবিন্দু সাহা, তথাগত চক্রবর্তী। সাপোর্ট স্টাফ: ম্যানেজার কাম অবজারভার রাকেশ দাস, লজিস্টিক ম্যানেজার রতন বণিক, কোচ ভিনসেন্ট বিনয় কুমার, অ্যাসিস্ট্যান্ট কোচ জয়ন্ত দেবনাথ ও অনুপম দে। ট্রেইনার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক, ভিডিও লিস্ট শুভেন্দু ভট্টাচার্য। স্ট্যান্ড বাই চারজন হল: রুদ্র সেনগুপ্ত, অভিরাজ বিশ্বাস, তনয় মন্ডল, আজহারউদ্দীন আহমেদ। নির্বাচিত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা যথাসময়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে।
2023-09-30