পুর নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এসইউসিআই এর বিক্ষোভ 

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: পুর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগে তুলে আজ সিটি সেক্টরের সামনে সরব হয়েছে এসইউসিআই। পরবর্তী সময়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের সর্মথকরা।

 তাঁদের অভিযোগ, আগরতলা পুর নিগম এলাকা সহ সারা রাজ্যে ডেঙ্গু জ্বর মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। দুই শতাধিক ডেঙ্গু রোগী হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করে সরকারীভাবে জ্বর নির্নয়ের কোন ব্যবস্থা নেই। মশার উপদ্রপে জনসাধারণ দিশেহারা। মশা নির্মলীকরণের যেসব আধুনিক ব্যবস্থা আছে তা  প্রয়োগ করা হচ্ছে না। বর্ধিত এলাকা থেকে পৌর কর আদায় করা হলেও সেখানে পরিষেবা যথা স্ট্রিট লাইট, রাস্তা ও পাক্কা ড্রেইন, ডাস্টবিনের যথোপযুক্ত ব্যবস্থা নেই। 

তাদের আরও অভিযোগ, পুরানো এলাকা সহ বর্ধিত এলাকায় পরিশোধিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। ভেঙ্গে যাওয়া রাস্তা ও ডেইনগুলি মেরামত করা হচ্ছে না। কর্পোরেশনের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা প্রদান ও স্বাস্থ্যকর  পরিবেশ রক্ষার উদ্যোগ নেই। অধিকন্তু পৌরকর্তৃপক্ষ রাস্তার পাশের দোকান ও অস্থায়ী দোকান সহ হকারদের জীবন-জীবীকা উপার্জনের বিকল্প ব্যবস্থা তথা পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করে দিচ্ছে।

 তাতে হাজার হাজার গরীব মানুষ অসহায় হয়ে পড়ছে এমনিতেই আকাশছোয়া মূল্যবৃদ্ধি, রোজগারহীনতা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় সম্পদ কর পুনর্বিন্নাসের যে পরিকল্পনা চলছে তাতে জনগণের উপর বাড়তি কর চাঁপানোর উদ্যোগ কিনা এই নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *