ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। রাজ্য দল ঘোষিত। নেতৃত্বে অন্নপূর্ণা দাস। সহকারী ঋজু সাহা। বিসিসিআই আয়োজিত সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফি ২০২৩-২৪ এবার অনুষ্ঠিত হচ্ছে কেরালায়। এর জন্য ১৭ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে রাজ্য দল ঘোষণা করেছেন। পাশাপাশি আরো চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। রাজ্য দলটি হল: অন্নপূর্ণা দাস (অধিনায়ক), মৌচৈতি দেবনাথ (উইকেট রক্ষক), প্রিয়াঙ্কা আচার্য, ঋজু সাহা (সহ-অধিনায়ক), নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, সুইটি সিনহা, ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, অম্বেষা দাস, হিনা হটচান্দিনী, রেশমা নায়েক, সুরভী রায়, সুপ্রিয়া দাস (উইকেট রক্ষক), পূজা দাস। সাপোর্ট পার্সোনেল: চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালি দেববর্মা, ম্যানেজার কাম সিলেক্টর রিতা দেববর্মা। নির্বাচিত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আগামীকাল বেলা সাড়ে এগারোটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য দল আগামী পাঁচ অক্টোবর কেরালার উদ্দেশ্যে রওয়ানা হবে। তবে আগরতলা ছাড়ার আগে, সাপোর্ট স্টাফদের সঙ্গে সুখেন্দু দে ট্রেনার হিসেবে যুক্ত থাকবেন। এদিকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও চারজনকে। তারা হলো: সুলক্ষণা রায়, রুম্পা সিং, পূজা পাল ও প্রিয়া সূত্রধর।
2023-09-30