কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ সংরক্ষিত ট্রেন না মেলায় বাসে করে দলীয় কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছে তৃণমূল। বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রাকে কটাক্ষ করে শনিবার শুভেন্দু বলেন, এত টাকা, বিমানে করে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূলের।
১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সেই কর্মসূচিতে দলীয় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়ার কথা ছিল শনিবার সকাল ৮টায়। কিন্তু শুক্রবার বিকেলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কামরা না থাকায় বিশেষ ওই ট্রেন দেওয়া যাচ্ছে না। এই কারণে শনিবার সকালে বাসেই দলীয় কর্মীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূল। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘২০০ মতো চার্টার্ড ফ্লাইট নামিয়ে দিন না দমদমে। আজ এবং কাল, তৃণমূলের লোকেরা সারাদিন শুধু উড়ুক। ট্রেন দিতে পারবে না তো কী হয়েছে? তৃণমূলের চুরির টাকাতে প্লেন চড়বে অন্তত। সওকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গির খান, সামিম এরা অন্তত প্লেনে করে ঘুরে আসুক দিল্লি’।