ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। বাছাইকৃত ৩০ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হয়েছে তবে ১০ জনকে আরও ১০ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব 16 বালকদের সিলেকশন ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে আগামী পাঁচ অক্টোবর থেকে। সিয়ের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে বাছাইকৃত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। শিবিরের জন্য বাচাকৃত ক্রিকেটাররা হল: অর্কজিৎ সাহা, আফতাব চৌধুরী, অভ্রজিত দাস, জয় চক্রবর্তী, জয়দীপ দত্ত, অতনু রায়, মহিন চৌধুরী, নীল দেববর্মা, অয়ন রায়, অংশুমান নন্দী, ময়ূখ চক্রবর্তী, আকাশ সরকার, শঙ্খনীল সেনগুপ্ত, সাগর দেবনাথ, সোমরাজ দে, দীপ দেব, সুজিত ঋষি দাস, যথার্থ সিংহ, আয়ুষ মানিক দেবনাথ, নবজিৎ কর, উজ্জয়ন বর্মন, সোম্রাংশু পাল, রিয়াদ হোসেন, সুব্রত চক্রবর্তী, কিষাণ সরকার, নীতিশ কুমার সাহানি, সুরজিৎ দেববর্মা, দেবজ্যোতি পাল, তোজিম দেওয়ান, আরিপ মিয়া । সঙ্গে বাছাইকৃত সাপোর্ট স্টাফরা হলেন: হেড কোচ রাজর্ষি রায় চৌধুরী, কোচ ড. পল্লব দাসগুপ্ত, সুবল চৌধুরী, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, ট্রেনার বাপী বিশ্বাস। স্ট্যান্ড বাই ক্রিকেটাররা হলো: ঈশ্বরজিত নাগ, শাহিন জামান চৌধুরী, গৌরব রাজ সাহা, সুপ্রতিম দেবনাথ, পিনাক দেব, রাহুল দেবনাথ, শুভম দেবনাথ, রুবেল আহমেদ, রনি রুদ্র পাল, রিয়ান আহমেদ আরমান। স্ট্যান্ড বাই ক্রিকেটারদের কোচ বিশ্বজিৎ দে এবং ট্রেইনার অজয় পাল এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সকল ক্রিকেটার-রাই পাঁচ অক্টোবর বেলা ৩ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে।
2023-09-29