আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন টোটন দাস। তিনি মানিক লাল দাসের স্থলাভিষিক্ত হলেন। এদিন অফিসকর্মী সহ বিজেপি কর্মীরা তাঁকে বরণ করে নিয়েছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে টুটন দাস বলেন, তিনি মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ ) মানিক সাহা যে বিশ্বাস রেখে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে পালন করার জন্য ১০০ শতাংশ চেষ্টা করবেন বলে জানান তিনি।