ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। ফুটবল রেফারিদের জাতীয় মানের পরীক্ষার সময়সূচী ঘোষিত হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রেরিত বার্তায় রেফারিদের জাতীয় পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কিছুটা পরিবর্তন হয়েছে বলেও জানানো হয়েছে। রেফারিদের জন্য লেভেল পাঁচ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে যাঁদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর তাঁরা এই পরীক্ষার জন্য উপযুক্ত। তবে শুধুমাত্র একবারের জন্য ৩৫ থেকে ৪০ বছরের ২০২৪ এর এই জাতীয় রেফারি পরীক্ষায় বসতে পারবেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী আগামী বছরের এপ্রিল/মে মাসে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। জাতীয় পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত প্রার্থীদের চলতি এক বছরে অন্ততপক্ষে কুড়িটি ম্যাচ পরিচালনায় রেফারি অথবা অ্যাসিস্ট্যান্ট রেফারির ভূমিকায় থাকতে হবে। জাতীয় স্তরের এই রেফারি পরীক্ষার জন্য প্রত্যেককে ফেরত যোগ্য ২০০০ টাকা করে এগজাম ফি প্রদান করতে হবে। উল্লেখ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রযোজ্য দুটো পরীক্ষা অর্থাৎ ফিটনেস টেস্ট এবং থিউরিটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেই লেভেল ফাইভ জাতীয় মানের স্বীকৃতি পাবেন ।
2023-09-29