পূজার চাঁদা নিয়ে জুলুমবাজি, গাড়ি চালক কে মারধোর, অবশেষে বার্মিজ সিগারেট সহ গাড়ি পানিসাগর থানায়

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। দুর্গাপূজা আসলেই পূজার চাঁদা নিয়ে ক্লাবগুলির জুলুমবাজি চূড়ান্ত আকার ধারণ করে। প্রতিবছর রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্যরা এবং প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের সাথে বারে বারে সভা করে স্থির করে যে পূজার চাঁদা নিয়ে কোন ধরনের জুলুমবাজি বরদাস্ত করা হবে না। তারপরও প্রতিবছর জুলুমবাজি চূড়ান্ত হারে বেড়েই চলেছে। বৃহস্পতিবার রাত্র নয় টা থেকে শুরু হয় পানিসাগর মহাকুমার জলেবাসা এলাকায় গাড়ি আটকে চাঁদা নিয়ে জুলুমবাজের নগ্ন চিত্র। জলেবাসা গ্রাম পঞ্চায়েতের প্যারাডাইস ক্লাব রাত ৯ টার দিকে টিআর-০৬-১৫৭২ নম্বরে একটি বলেরো গাড়িকে আটক করে। এই গাড়িতে ১০০ কার্টুন বার্মিজ সিগারেট ছিল। এই বার্মিজ সিগারেটের মালিক আগরতলার রাজিব দাস। গাড়ি চালক এনাম উদ্দিন(৩০), বাড়ি নদীয়াপুর শনিছড়াতে। তাকে আটক করে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে প্যারাডাইস পূজা কমিটির সদস্যরা দাবি করে। এই সিগারেট দামছড়ার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে লোড করা হয়। প্রায় পাঁচ লক্ষ টাকার বার্মিজ সিগারেট গাড়িতে ছিল। কিন্তু অনেক রাত পর্যন্ত চাঁদা নিয়ে দরদাম চলতে থাকে। এত টাকায় চাঁদা কোনমতেই মালিকপক্ষ দিতে না চাওয়ায় চালক এনাম উদ্দিনকে ক্লাব কর্তৃপক্ষ প্রচন্ড মারধর করে। পানিসাগর থানায় খবর গেলে থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে গাড়িটিকে এবং এনাম উদ্দিনকে মুক্ত করে থানায় নিয়ে আসে ভোর চারটার দিকে। এদিকে এনাম উদ্দিন জানায় এই সিগারেট ধর্মনগরের কামেশ্বরে শামীম নামে এক ব্যক্তিকে সে দেবে সেখান থেকে এগুলি আগরতলা রাজিব দাসের কাছে যাবে। এদিকে গাড়ি থেকে নামিয়ে এনাম উদ্দিনকে মারধর করার সময় গাড়ির এসিস্ট্যান্ট ইসলাম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। পানিসাগর থানায় নিয়ে এসে গাড়িসহ বার্মিজ সিগারেটের লোড সহ এনাম উদ্দিনকে আটক করে একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরো জানা গেছে পানিসাগর পুলিশের সামনেই নাকি বেশ কিছু বার্মিজ সিগারেট গাড়ি থেকে লুটতরাজ চালায় প্যারাডাইস ক্লাবের সদস্যরা। গতকালের এই ঘটনায় পানিসাগর থানার পুলিশ দুইজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে এরা হলো বাবুল নাথ এবং শিরজিত মল্লিক। দুর্গাপূজার এখনো ২০ দিনের উপর বাকি রয়েছে আরও কত কি ঘটবে তার জন্য সাধারণ মানুষ তটস্থ হয়ে আছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের কাণ্ডকারখানার উপর। এসডিপিও  সৌম্য দেববর্মা জানিয়েছেন পানিসাগর থানায় ১১/২৩ নম্বরে একটি মামলা নেওয়া হয়েছে, যা ভারতীয় দণ্ডবিধির ৩৭৯/ ৩৮৭/ ৩২৫/ ৫০৬ এবং ৩৪ নং ধারায় গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *