আগরতলা, ২৯ সেপ্টেম্বর: দূর্গাপুজোর সময় হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করবেন না। কারণ, পূজোর সময় হুক লাইন ব্যবহার করা হলে ট্রান্সফরমারের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। আজ সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ক্লাবগুলোকে হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে বিরত থাকার আবেদন জানিয়ে সতর্ক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।
এদিন তিনি বলেন, হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভবনা প্রবল। তাতে যে কোনো দূর্ঘটনা ঘটতে পারে । তাই দূর্গাপুজোর সময় দূর্ঘটনা এড়াতে বৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছেন মন্ত্রী।