ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। রাজধানীর আগরতলা শহরতলী বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীগ্রাম বাজার কমিটি এবং ত্রিপুরা কাবাডি এসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রো কাবাডি প্রতিযোগিতা। মোটা অংকের প্রাইজ মানি এই টুর্নামেন্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সম্ভাব্য প্রথম। টুর্নামেন্টের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানার্স দলকে দেওয়া হবে ৪০ হাজার টাকা। অন্যদিকে মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ যথাক্রমে ২৫ হাজার ও ১৫০০০ টাকা। টুর্নামেন্টকে সফল করে তুলতে এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাসকে চেয়ারম্যান করে ইতিমধ্যেই গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা কাবাডি এসোসিয়েশনের সচিব হুলু পাল। তিনি আরো জানান আগামী তিন অক্টোবর তিনদিন ব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
2023-09-29