আইএনডিআই জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আম আদমি পার্টি : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): আইএনডিআই জোটের প্রতি অঙ্গীকারবদ্ধ আম আদমি পার্টি (আপ)। দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আম আদমি পার্টি আইএনডিআই জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আম আদমি পার্টি আইএনডিআই অ্যালায়েন্স থেকে পথ আলাদা করবে না।”

কংগ্রেস নেতা সুখপাল সিং খাইরার গ্রেফতারি প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “গতকাল (বৃহস্পতিবার) আমি শুনেছি, পঞ্জাব পুলিশ মাদকের মামলায় একজন বিশেষ নেতাকে (সুখপাল সিং খাইরা) গ্রেফতার করেছে। আমার কাছে বিশদ বিবরণ নেই, আপনাদের এ জন্য পঞ্জাব পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু ভগবন্ত মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এএপি সরকার মাদকের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ…এর বিরুদ্ধে লড়াইয়ে কাউকে রেহাই দেওয়া হবে না, তারা বড় বা ছোট যাই হোক না কেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *