করিমগঞ্জ (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জে খেল মহারণ ২০২৩-২৪ এর জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহের উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ফুটবল, ফুটবল গোল নেট, কর্নার ফ্ল্যাগ ও পোল, ভলিবল, ভলিবল এন্টেনা, ভলিবল নেট, মেজারিং টেপ, মেডেল, ট্রফি, ফুটবল রেফারি ফ্ল্যাগ, এয়ার পাম্প, সাবস্টিটিউট বোর্ড, স্টপ ওয়াচ, ফুটবল রেফারি ড্রেস, টি শার্ট ও কেপ, হুইসেল ইত্যাদি খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ে পিএ রুমের সামনে রাখা ড্রপবক্সে জমা দিতে হবে। দরপত্র ও অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
2023-09-28