হাইলাকান্দি (অসম) ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে আমার মাটি আমার দেশ কার্যসূচির অধীনে ঘরে ঘরে গিয়ে অমৃত কলসে একমুঠো মাটি সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। জেলার এস এইচজির সদস্যরা এ পর্যন্ত জেলার ৩৫৯টি গ্রামের মধ্যে ৩০৫টি গ্রামের বাড়ি থেকে একমুঠো মাটি সংগ্রহ করেছেন। অন্যদিকে হাইলাকান্দি শহরের ৭ হাজার ৪৭৬ টি ঘরের মধ্যে ৪ হাজার ৫৮০ টি ঘর থেকে এক মুঠো মাটি বা এক মুঠো অন্ন সংগ্রহ করেছেন। লালা পুরসভার ৩০১১ টি ঘরের মধ্যে ২৫৬০ টি ঘর থেকে একমুঠো মাটি বা অন্ন সংগ্রহ করা সম্ভব হয়েছে। আগামী ২ অক্টোবর এই মাটি বা অন্য ভর্তি অমৃত কলসগুলি পুরসভা অথবা জিপি অফিসে জমা দেওয়া হবে। পরবর্তীতে আগামী ৮ অক্টোবর পুরসভা অথবা জিপি থেকে উন্নয়ন খণ্ড কার্যালয় গুলিতে অমৃত কলস গুলি নিয়ে যাওয়া হবে। এরপর তা গুয়াহাটি প্রেরণ করা হবে। পরবর্তীতে এই অমৃত কলসের মাটি নতুন দিল্লিতে নিয়ে গিয়ে যুদ্ধ স্মারকস্থল অমৃত উদ্যান নির্মাণে কাজে লাগানো হবে।
2023-09-28