সৌরাষ্ট্র, ২৮ সেপ্টেম্বর (হি.স.): গুজরাটের সৌরাষ্ট্রে আদি জ্যোতির্লিঙ্গ শ্রী সোমনাথ মহাদেব মন্দিরে পূজার্চনা করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান এস সোমনাথ। বৃহস্পতিবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শ্রী সোমনাথ মন্দিরে পূজার্চনা করেছেন ইসরোর প্রধান। মন্দিরে অনেকটাই সময় কাটিয়েছেন তিনি। কথা বলেছেন মন্দিরের পুরোহিতদের সঙ্গেও।
শ্রী সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার পর ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, “চাঁদে (চন্দ্রযান-৩) সফট ল্যান্ডিং আসলে আমাদের প্রচেষ্টা ও আমাদের সৌভাগ্য। এটা ভগবান সোমনাথের আশীর্বাদ, আমাদের অন্যান্য মিশনেও কাজ করতে হবে তাই আমাদের শক্তি এবং আশীর্বাদ দরকার।”