ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে আলাদা একটা বিশেষত্ব রয়েছে। তিন বা ততোধিক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারাতে পারলে এগিয়ে চলো সংঘ লীগ তালিকার শীর্ষে উঠে আসবে। এগিয়ে চলো সংঘের সামনে অবশ্য এই লক্ষ্যটাও রয়েছে। আগামীকাল শেষ লীগের ম্যাচ রয়েছে ফ্রেন্ডস ইউনিয়নের বিপক্ষে। অবনমনের তেমন কোন শঙ্কা নেই ফ্রেন্ডস ইউনিয়নের মধ্যে। অপরদিকে এগিয়ে চলো সংঘও তেমন কোনও ঝুঁকি নিতে রাজি নয়। রাফ অ্যান্ড টাফ খেলে ফুটবলারদের চোট বাড়িয়ে সুপার লিগের খেলা বারোটা বাজানোর ইচ্ছে তাদের নেই। তবে লক্ষ্য থাকবে অপরাজয়ের সাধ ধরে রাখার। লীগ তালিকায় প্রায় শেষের দিকে থাকা দল ফ্রেন্ডস ইউনিয়নের কাছে সুপার ফোর অধরা হলেও এগিয়ে চলো সংঘ কিন্তু কিছুতেই হালকা ভাবে নিতে নারাজ। মাঠে ভালো খেলার পাশাপাশি সাফল্য অর্জনের লক্ষ্যেই এগিয়ে চলো সংঘের খেলোয়াড়রা নিজেদের শেষ লীগ অর্থাৎ অষ্টম ম্যাচে আগামীকাল মাঠে নামবে। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়ন দলও অবনমন রুখতে পেরেছে, তাও গোল ব্যবধানের নিরিখে। সেটাই তাদের কাছে এখন বড় বিষয়। তবে মাঠে এক, দুই গোলের ব্যবধানে অঘটন ঘটানোর মতো সুপ্ত ইচ্ছাও রয়েছে তাদের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ হলেও দর্শকরা কিন্তু ভালো খেলা দেখার লক্ষ্যে অনেকেই এখন মাঠমুখো হচ্ছেন। আগামীকালও এগিয়ে চলো, ফ্রেন্ডস ইউনিয়নের অসম লড়াই কেমন হয়, তাই এখন দেখার বিষয়। দর্শকরাও মাঠে আসবেন বলে ক্রীড়া মহলের ধারণা।
2023-09-28