ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ত্রিপুরা প্রো কাবাডি শুরু হতে যাচ্ছে আগামী তিন অক্টোবর থেকে। তিন দিন ব্যাপী আয়োজিত এই ত্রিপুরা প্রো কাবাডি ২০২৩ শেষ হবে ৫ অক্টোবর। খেলা হবে গান্ধীগ্রাম বাজার মাঠে। বিশেষ করে গান্ধীগ্রাম বাজার কমিটির উদ্যোগে এবং ত্রিপুরা অ্যামেচার কাবাডি এসোসিয়েশনের সক্রিয় সহযোগিতায় আগামী তিন থেকে পাঁচ অক্টোবর গান্ধীগ্রাম বাজার মাঠে ত্রিপুরা প্রো কাবাডি ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আধুনিক ক্রীড়ার প্রেক্ষাপটে এই প্রো কাবাডিতে অংশগ্রহণকারী দলগুলোর সংখ্যা এবং নাম বিস্তারিত তাঁরা ইতোমধ্যে জানাবেন বলে খবর রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টা প্রচারে আনার জন্য প্রাক্তন বিধায়ক তথা অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কৃষ্ণধন দাস এক চিঠিতে বিস্তারিত জানিয়েছেন।
2023-09-27