১ ও ৩ অক্টোবর তেলেঙ্গানায় সফর প্রধানমন্ত্রীর, ২ ও ৫ তারিখ যাবেন মধ্যপ্রদেশে

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১ ও ৩ অক্টোবর তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতের এই রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জনসভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও ২ ও ৫ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন মধ্যপ্রদেশে। সেখানে একাধিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

বুধবার সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১ ও ৩ অক্টোবর তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তেলেঙ্গানায় সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও জনসভাতেও অংশ নেবেন তিনি। এ ছাড়াও ২ ও ৫ অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন মধ্যপ্রদেশে। সেখানে একাধিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।