BRAKING NEWS

অনির্দিষ্টকালের  জন্য নাগেরজলা স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিকরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো অভিযোগের আঙ্গুল তুলে ৫ অক্টোবর থেকে নির্দিষ্টকালের জন্য নাগেরজলা স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিকরা। 

পরিবহনমন্ত্রী, পরিবহন দপ্তরের কমিশনার, পশ্চিম জেলাশাসক, পশ্চিম জেলা পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের বহুবার চিঠি দিয়ে সমস্যার সমাধান না হওয়ায় আগামী ৫ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী যানবাহন পরিষেবা বন্ধ রাখার হুমকি দিল নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠন।এইদিন নাগেরজলা স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে দক্ষিন ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি দেবব্রত সরকার জানান, নাগেরজলা ও বটতলা স্ট্যান্ডের দীর্ঘ দিনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাগেরজলা স্ট্যান্ড থাকা সত্ত্বেও বহু যানবাহন বটতলা দাড়িয়ে যাত্রী উঠানামা করে। ফলে নাগেরজলা স্ট্যান্ডে থাকা গাড়িগুলি যাত্রী পায় না। খালি গাড়ি নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে হয় তাদের। এতে করে বাস মালিক ও শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হয় প্রতিনিয়ত। তারা বলেন, গাড়ি চালিয়ে মালিকরা শ্রমিকদের মজুরি ঠিকভাবে দিতে ব্যর্থ হচ্ছেন। মালিকরা লাভের মুখ দেখেন না।এই নিয়ে দফায় দফায় সরকার, প্রশাসন ও পরিবহন দপ্তরের সাথে আলোচনা করার পরও সমস্যার সমাধান হয়নি। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দাড়িয়ে নাগেরজলা বাস মালিক ও শ্রমিক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ৫ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা পরিষেবা প্রদান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেবে। আর যান চলাচল যদি বন্ধ হয়ে যায় তার জন্য নাগেরজলা বাস চালক ও মালিকরা দায়ী থাকবে না। দায়ী থাকবে সরকার ও প্রশাসন। পাশাপাশি তারা আরো দাবি জানান সরকারি কাজে ব্যবহৃত গাড়ির বিল আসন্ন দুর্গাপূজার আগে নিতে দিতে হবে, গাড়ি চালক এবং মালিকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। এখন দেখার এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহন করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *