কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতা হাই কোর্টে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাগজপত্র আইনমন্ত্রীর কাছে থাকায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির সিদ্ধান্ত নেওয়া যায়নি— এ কথা শোনার পরেই আইনমন্ত্রী মলয়বাবুকে তলব করলেন বিচারপতি।
বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত বিষয়ে তলব করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, বিচারকের বদলি সংক্রান্ত ফাইল ২৫ অগাস্ট থেকে পড়ে রয়েছে তাঁর কাছে। সেই নিয়েই তলব করা হয়েছে। তিনি না এলে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় যেমন ক্ষোভ প্রকাশ করেছে আদালত, তেমনই বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আগামী ৪ অক্টোবরের মধ্যে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তাঁকে বদলি করা হয়নি বলে জানতে পেরে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “জানতে পেরেছি এখনও বদলি হয়নি। মাথার উপর কার হাত?”
বিচারপতির প্রশ্নের মুখে পড়ে জুডিশিয়াল সেক্রেটারি বলেন, “বিবেচনার জন্য আইনমন্ত্রীর কাছে ফাইল রয়েছে। সেখান থেকে ছাড়পত্র না পেলে কিছু করা সম্ভব নয়।” কেন এতদিন ধরে পড়ে রয়েছে ফাইল, তা জানতে এর পরই মলয়বাবুকে তলব করা হয়। আইনমন্ত্রী হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দেন, নতুন কেউ দায়িত্বে আসা না পর্যন্ত বিচার করতে পারবেন না সিবিআই- বিচারক অর্পণ।