সুকান্তের প্রশ্নের অভিযোগে পুলিশে যাচ্ছেন হিন্দু মহাসভার চন্দ্রচূড়

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে বিবৃতি প্রকাশ করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি চন্দ্রচূড় গোস্বামী।

চন্দ্রচূড়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সম্প্রতি নবান্নের এক বৈঠকে তিনি গিয়েছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে ‘মাতৃসমা’ও বলেছিলেন তিনি। তা নিয়েই তাঁকে বিদ্রুপ করেছেন সুকান্ত। ‘মুখ্যমন্ত্রীর পদলেহনকারী’ বলেছেন। সেই অভিযোগ নিয়েই তিনি বুধবার পুলিশের কাছে যাবেন বলে জানিয়েছেন।

বুধবার একটি বিবৃতি প্রকাশ করে অভিযোগের সবিস্তার ব্যাখ্যাও দিয়েছেন চন্দ্রচূর। বিবৃতিতে লিখেছেন, ‘‘অখিল ভারত হিন্দু মহাসভার আমাদের এ বছরের দুর্গা পুজোর থিম ‘পয়লা বৈশাখ ও পশ্চিমবঙ্গ দিবস’। পুজোর থিমের মাধ্যমেই আমরা সবাইকে জানাতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নবান্ন সভাঘরে কেন আমরা ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পয়লা বৈশাখকে সমর্থন করেছি।’’

চন্দ্রচূড় জানিয়েছেন, তিনি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন, অখিল ভারত হিন্দু মহাসভা সম্পর্কে রাজ্য বিজেপির সভাপতির বয়ান। পয়লা বৈশাখকে পুজোর থিম করা নিয়েও বিদ্রুপ করেছেন উনি। অখিল ভারত হিন্দু মহাসভা সম্পর্কে বলতে গিয়ে যে কদর্য ভাষার প্রয়োগ উনি করেছেন তাতে আমরা মর্মাহত। সে জন্যই আজ ওঁর বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি।’’

সুকান্তবাবু যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘‘ওই ব্যক্তি নিজেকে একটি সংগঠনের নেতা বলে দাবি করেন। ওই রকম কোনও স‌ংগঠনের অস্তিত্ব পশ্চিমবঙ্গে আছে কি না, এবং থাকলেও উনি তার পদাধিকারী কি না সে সম্পর্কে আমাদের কোনও ধারণা নেই। তাই এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *