কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : ম্যাটাডোরে করে পাচারের আগেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উদ্ধার করেছে বিপুল পরিমাণ ফেনসিডিল। বুধবার এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরে, নদিয়ার রানাঘাটের হাবিবপুর জাতীয় সড়কে তল্লাশি শুরু করে।একটি সন্দেহজনক নীল ম্যাটাডোর সেখানো পৌঁছা মাত্রই তাকে ঘিরে ফেলা হয়। তল্লাশি করে ম্যাটাডোর থেকে ৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল উদ্ধার করা হয়। ম্যাটাডোর চালক অচিন্ত্য কুমার কীর্তনিয়াকে (৩৫) সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। সে নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত হরিতলার বাসিন্দা। এনডিপিএস আইনের ধারায় রানাঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। তিনি কোথা থেকে ফেনসিডিল এনেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।