ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত সেনাসদস্য

রাজৌরি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ান গুরুতর আহন হন। রাজৌরি জেলার নওশাহরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় বুধবার ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ানের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বুধবার এক সামরিক আধিকারিক জানিয়েছেন, নওশাহরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় টহল দেওয়ার সময় এক জওয়ান ভুলবশত একটি ল্যান্ডমাইনে পা রাখেন। তারফলেই তার বিস্ফোরণ ঘটে। আহত সেনার নাম নায়েক ধীরজ কুমার মাগরাতি। সামরিক আধিকারিক আরও জানান, আহত সেনা জওয়ানকে উধমপুরের নর্দান কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *