লখনউ, ২৭ সেপ্টেম্বর (হি.স) : সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বুধবার মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন। ভোট প্রচারের জন্য তিনি বুধবার রাজধানী লখনউ থেকে মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দেন। মধ্যপ্রদেশ রাজ্যে দুদিনের নির্বাচনী সফরের জন্যই তিনি আজ রওনা দেন।
বুধবার থেকে অখিলেশ যাদবের দুদিনের মধ্যপ্রদেশ রাজ্যে সফর শুরু হয়েছে। এই দুদিনে সপা সভাপতির অনেক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অখিলেশ যাদব মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার বুধবার থেকে জোরকদমে শুরু করবেন। লখনউ থেকে মধ্যপ্রদেশের রেওয়ায় পৌঁছে দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর তিনি সিরমাউরে জনসভায় ভাষণ দেবেন ও ভোটের প্রচার শুরু করবেন। এখান থেকে তিনি খাজুরাহো পৌঁছোবেন। সেখানে তিনি দলের একটি সম্মেলনে যোগ দেবেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলির একটি জোট গঠিত হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ(আইএনডিআই)। সমাজবাদী পার্টিও এই জোটের একটি অংশ। জোটের অধীনে অখিলেশ যাদব শুধু উত্তরপ্রদেশেই নয় দেশের অন্যান্য জায়গাতেও নিজের দলকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করছে। অখিলেশের রণনীতি ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখছে। এই নির্বাচনে মিজোরাম ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সমাজবাদী পার্টি। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে অখিলেশ যাদবের নির্বাচনী সফর খুবই গুরুত্বপূর্ণ।