মরিয়নি রেলস্টেশনে বাজেয়াপ্ত ১২০ কেজি বাৰ্মিজ সুপারি, আটক রেলকর্মী

যোরহাট (অসম), ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মরিয়নি রেলওয়ে স্টশনে আজ ১২০ কেজি বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে আরপিএফ এবং জিআরপিএফ-এর অভিযানকারী দল। বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কমপক্ষে এক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। যৌথ অভিযানে অবৈধ বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে জনৈক যুবককে আটক করেছে। ধৃত অবৈধ বা্র্মিজ সুপারি পাচারকারীকে আপ ইন্টারসিটি এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্ৰিত কামরার কৰ্মচারী ছোটন দে বলে পরিচয় পাওয়া গেছে।

মরিয়নি রেলওয়ে স্টেশনে জিআরপিএফ থানা সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে আপ ইন্টারসিটি এক্সপ্রেসে করে বার্মিজ সুপারি পাচার করার অভিযোগে ছোটন দে-কে আটক করা করা হয়েছে। ছোটন দে লামডিঙের বাসিন্দা। বার্মিজ সুপারিগুলি সে ডিমাপুর থেকে মরিয়নিতে নিয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *