আগরতলা , ২৬ সেপ্টেম্বর : বিগত আট মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে কমলাসাগর-গোকুলনগর পথ অবরোধে করলেন গোকুলনগর গোলটিলা এলাকার প্রমীলা বাহিনী। মঙ্গলবার সকাল ১১ টা থেকে সড়ক অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয় পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ ,গোকুলনগর গোলটিলা এলাকায় জল না থাকায় আট মাস ধরে সমস্যায় ভুগছেন গকুলনগর গোলটিলার মানুষ। ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি।অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ছুটে গিয়েছেন স্থানীয় নেতৃত্ব। স্থানীয় নেতৃত্বরা আশ্বাস দিয়েছে ওই এলাকায় জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ওপর ভিত্তি করে অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসী।

