লখিমপুরে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত ২০ লক্ষাধিক টাকার জাল নোট

লখিমপুর (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : লখিমপুর জেলার অন্তর্গত বঙালমরায় অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। জাল নোট কারবারে জড়িত অভিযোগে জনৈক ব্যবসায়ীকে পুলিশ গ্ৰেফতার করেছে।

আজ মঙ্গলবার বঙালমারা থানা কৃর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে স্থানীয় ১ নম্বর আহমেদপুর গ্রামে জনৈক ইমদাদুল ইসলামের বসতঘরে পুলিশ অভিযান চালিয়েছিল। ইমদাদুলের ঘরে জলের একটি ট্যাংক থেকে বান্ডিল বান্ডিল টাকার নোট উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা। জাল নোটের সঙ্গে থানায় ধরে নিয়ে আসা হয় ইমদাদুল ইসলামকে। আজ সকালে ব্যাংক থেকে টাকা গোনার মেশিন এনে উদ্ধারকৃত টাকাগুলির পরিমাণ ২০ লক্ষের বেশি বলে ধরা পড়েছে।

সূত্রটি জানিয়েছে, ধৃত ইমদাদুলকে জিজ্ঞাসাবাদের পর বঙালমরার মিরি গ্রামের গুলজার হুসেন, রিয়াজুল‌ ইসলাম, ফাইজুল ইসলামের বাসায় পুলিশ অভিযান চালিয়েছিল। তবে পুলিশের আগমনবার্তা পেয়ে এরা সবাই পালিয়ে গা ঢাকা দিয়েছে।

এদিকে গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে ২ নম্বর সোনাপুর থেকে আরেক জাল নোট কারবারি শাহজাহান আলিকে আটক করেছে পুলিশ। সূত্রটি আরও জানিয়েছে, ইমদাদুল, রিয়াজুল, ফাইজুল, গুলজার এবং তাদের গ্যাঙ গোপনে গুয়াহাটিতে জাল নোট পাচার করত বলে খবর ছিল পুলিশ সুপার আনন্দ মিশ্ৰের কাছে। আনন্দ মিশ্ৰের নিৰ্দেশে গতরাতে চলেছিল ধারা অভিযান। ইতিমধ্যে জাল নোটের চক্রকে উৎখাত করতে বিহপুরিয়া, বঙালমরার অন্য স্থানে পুলিশ অভিযান চালিয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।