আগরতলা ,২৬ সেপ্টেম্বর: বহুচর্চিত চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলা আবারো খারিজ করে দিল ত্রিপুরা হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুধু তাই নয় আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আবেদনকারীকে ২৫ হাজার টাকা জরিমানার ও নিৰ্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের হাইকোর্টের এক রায়ে ১০,৩২৩ শিক্ষকের জীবনে নেমে আসে ঘোর আঁধার। নিয়োগ অবৈধ কারণে চাকুরী বাতিল করে দেয় ত্রিপুরা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন চাকুরিচ্যুত শিক্ষকরা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে।
ত্রিপুরা হাইকোর্টের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতি এ কে সিং, বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধের সভাপতিত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ, চাকুরিচ্যুত শিক্ষক প্রণব দেবের আবেদনই খারিজ করে দিয়েছে।
এদিন আদালতে অ্যাডভোকেট সাহার বিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। উভয় পক্ষের কথা শুনে পূর্ণাঙ্গ বেঞ্চ শুধু আবেদনটিই খারিজ করে দেয়নি বরং আবেদনকারীকে ২৫,০০০ টাকা জরিমানাও করেছে।