নাগাল্যান্ডে উদ্ধার অসমের দুই যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ, খুনের সন্দেহ

চড়াইদেও (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলার আংচেঙিয়ায় আজ সোমবার সকালে উদ্ধার হয়েছে অসমের দুই যুবকের অর্ধ-উলঙ্গ ক্ষতবিক্ষত মৃতদেহ। তারা খুন হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃতদেহ দুটি উজান অসমের চড়াইদেও জেলার অন্তর্গত সোনারির ললিত নাওহলিয়া এবং উৎপল তাসার বলে শনাক্ত করা হয়েছে।

প্রাথমিক তথ্যে প্রকাশ, অসমের চড়াইদেও জেলার অন্তর্গত সোনারির দুই যুবককে কেবল অর্ধনগ্নই নয় তাদের শরীরে প্রচুর আঘাতের চিহ্নও পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, এই দুই যুবককে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা খুন করেছে। দুই যুবককে খুন করা হয়েছে বলে দাবি করছেন সোনারি গাড়ি মালিক ও চালক সংস্থার পদাধিকারী ও সদস্যরা।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর তারা তাদের দোকানের সামগ্রী কিনে আনতে নাগাল্যান্ডের তোবু বাজারে গিয়েছিলেন। জিনিসপত্র কিনে সোনারির উদ্দেশ্যে ফিরছিলেন ২৩ সেপ্টেম্বর। কিন্তু রহস্যজনকভাবে ওইদিন থেকে দুজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের।

এদিকে, ঘটনার তদন্ত করতে অসম পুলিশ নাগাল্যান্ড পুলিশের কাছে আবেদন জানিয়েছে। এছাড়া নাগাল্যান্ডের বিভিন্ন সংগঠনের সঙ্গেও অসমের পক্ষ থেকে যোগাযোগ করে ঘটনার পিছনে দোষীদের খুঁজে বের করতে সহায়তা চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *