আগরতলা , ২৫ সেপ্টেম্বর : একের পর এক রাস্তাগুলির বেহাল অবস্থার দাবিতে প্রশাসনকে সজাগ করতে এলাকাবাসীরা আন্দোলনমুখী হয়ে পড়েছে। সোমবার যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা আনন্দবাজার থেকে তিলথৈ যে রাস্তাটি পানিসাগর, ধর্মনগর ,দাম ছড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত সেই রাস্তাটি অবরোধ করে রাখেন । অবরোধের জেরে রাস্তার দুই দিকে শত শত যানবাহন দাঁড়িয়ে পড়ে।
অভিযোগ ,দীর্ঘদিন যাবত এই রাস্তাটির বেহাল অবস্থা হয়ে রয়েছে। অর্ধ সহস্রাধীক গ্রামবাসী বসবাসীর এই তিন নং এবং ৬ নং ওয়ার্ডে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের এবং যানবাহনের যাতায়াত রয়েছে। অথচ এই রাস্তার প্রায় সম্পূর্ণটা বেহাল দশায় পরিণত হয়ে আছে। রাজনৈতিক নেতা সহ প্রশাসনিক কর্মকর্তা প্রত্যেকের সাথে স্তরে স্তরে এই রাস্তাটির সংস্কারের জন্য গ্রামবাসীরা দাবি জানিয়ে আসছিল। কিন্তু তাদের দাবির কোন ধরনের বাস্তবায়নের লক্ষণ পরিলক্ষিত হয়নি অবশেষে রাস্তা অবরোধে নামতে বাধ্য হলেন দুটি ওয়ার্ডের শত শত গ্রামবাসী। তিন ঘন্টা এই রাস্তা অবরোধ থাকার পর খবর পেয়ে পানিসাগর পুর্ত দপ্তরের এসডিও অমল দাস ছুটে গিয়েছেন এবং তিনি আশ্বাস দেন দুর্গাপূজার আগে এই রাস্তার সংস্কার করা হবে। এই আশ্বাস পাওয়ার পর গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করেন।