আগরতলা , ২৫ সেপ্টেম্বর: যেকোনো সমস্যা সমাধানে ক্লাবের একটা গুরত্বপূর্ণ ভূমিকা থাকে। আজ রাজধানী কাসেরা পট্টি স্থিত অরবিন্দ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী ঋষি অরবিন্দের মর্মর মূর্তি আবারণ উন্মোচন করেছেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর অধ্যাপক (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্য।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ঋষি অরবিন্দ একজন দেশপ্রেমিক ছিলেন। দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য ঋষি অরবিন্দের ভূমিকা অপরিসীম।
তাঁর কথায়, যেকোনো সমস্যা সমাধানে ক্লাবের একটা গুরত্বপূর্ণ ভূমিকা থাকে। সুস্থ সংস্কৃতি বজায় রেখে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে বিভিন্ন ক্লাব। সুস্থ সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা।