কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : এশিয়ান গেমসে ভারতের জয়ের ধারা অব্যাহত থাকায় এক্স হ্যাণ্ডেলে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে তিনি লিখেছেন, “হাংঝুতে (চিন) চলমান ১৯ তম এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারতের জয়ের ধারা অব্যাহত রয়েছে। পদক সংখ্যা এখন ১০! রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল, ঐশ্বরী প্রতাপ সিং তোমর এবং দিব্যংশ সিং পানওয়ারকে ১০ মিটার এয়ার রাইফেল পুরুষদের দল ইভেন্টে আজ একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন এবং প্রথম স্বর্ণপদক জয় করার জন্য আন্তরিক অভিনন্দন৷
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আবার ঐশ্বরী প্রতাপ সিং তোমারকে সাধুবাদ। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য আদর্শ সিং, অনীশ ভানওয়ালা এবং বিজয়বীর সিধুকে শুভেচ্ছা। রোয়িংয়ে আরও দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য ভারতীয় পুরুষদের চার এবং পুরুষদের কোয়াড্রপল স্কালস দলকে অভিনন্দন। দেশের জন্য গৌরব অর্জনের জন্য আপনার সমস্ত ভবিষ্যত প্রচেষ্টায় আপনার সকলকে শুভকামনা”