শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়ির বাগডোগরার ভুজিয়াপানি চা বাগান এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের নাম পঙ্কজ সাহা (৩৬), কোচবিহারের আশ্রম পাড়ের বাসিন্দা।
জানা গেছে, রবিবার সকালে ভূজিয়াপানি চা বাগান এলাকায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় লোকজন। ঘটনাটি বাগডোগরা থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কীভাবে ওই ব্যক্তি এই এলাকায় এল তা তদন্ত করে দেখছে বাগডোগরা থানার পুলিশ।