লাল বাহাদুর জুয়েলস এর ম্যাচ আজ নিয়মরক্ষার খেলা হলেও গুরুত্ব দু দলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। অবনমনের কোন শঙ্কা নেই। সুপার ফোরে খেলাও নিশ্চিত। আগামীকালের ম্যাচে দু দলেরই কোনও চিন্তা না রেখেই মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলতে পারবে। তবে দর্শক যেহেতু কিছুটা মাঠমুখো হচ্ছেন, অন্ততপক্ষে তাঁদের কথা বিচার বিবেচনা করে দু-দলই ভালো খেলা খেলবে বলে অনুমান । জুয়েলস এসোসিয়েশনের শেষ ম্যাচ, হারলেও বিদায়, জিতলেও বিদায়। অর্থাৎ সুপারফোরে খেলা এবারের মতো অধরাই থেকে যাচ্ছে। অবনমনের এরও কোন শঙ্কা নেই। ‌ তবে লাল বাহাদুর ব্যয়ামাগার বিষয়টা অন্যভাবে দেখতে চাইছে। সুপার ফোরে খেলা নিশ্চিত হলেও এই ম্যাচে সুপারলিগের জন্য কিছুটা প্র্যাকটিস করার অভিপ্রায় রয়েছে তাদের। কার্যত আগামীকাল সিনিয়র ডিভিশন লিগের ৩৩ তম ম্যাচে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামবে। আরও একটি ম্যাচ রয়েছে, সেটি ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। ইতোমধ্যে লাল বাহাদুর ৬ ম্যাচের মধ্যে চারটিতে জয় ও একটিতে ড্রয়ের সুবাদে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে অবস্থান করছে। সরাসরি জয় পেলে আরও ৩ পয়েন্ট প্রাপ্তির সুবাদে মোট ১৬ পয়েন্টে তারা শীর্ষস্থানে উঠে আসতে পারবে। অপরদিকে জুয়েলস এসোসিয়েশন এ পর্যন্ত সাত ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটিতে ড্র এর সুবাদে ৭ পয়েন্ট পেয়ে অবনমনের বেড়াজাল থেকে সেফ জোনে রয়েছে। ‌এখন মাঠে কার বিরুদ্ধে কে কেমন খেলে তা সময়েই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *