ক্রীড়া প্রতিনিধি , আগরতলা , ২৩ সেপ্টেম্বর।। সহকারী রেফারির ভুল সিদ্বান্তকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে খেলার মাঠে । ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। একটা সময় দশদা একাদশ আর খেলবে না বলে মাঠ ছেড়ে দেয়। কমিটি তাঁর সিদ্বান্তে অনড় থাকেন। রেফারির সিদ্বান্তকে মেনে চলতে হবে। শেষ পর্যন্ত রেফারির সিদ্বান্ত মেনে মাঠে নেমেছে দশদা একাদশ । অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়ে দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ী হয়েছে দশদা একাদশ। দেও ভ্যালী নক আউট টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কাসকাউ এফ সি । শনিবার কাসকাউ এফ সি দলকে ৫-৪ গোলে হারিয়ে জয়ী হয়েছে দশদা একাদশ।খেলা শুরু থেকে উভয় দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা । উভয় দলের খেলোয়াড়দের মাঠে বেশ কয়েকবার হলুদ কার্ড দেখিয়ে রেফারি দক্ষতার সঙ্গে মাঠকে নিয়ন্ত্রণে রাখেন। এদিন বিকেলে কাঞ্চনপুর পঞ্চায়েত মাঠে দেও ভ্যালী নক আউট ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয় দশদা একাদশ বনাম কাসকাউ এফ সি । খেলার শুরুতে কাসকাউ এফ সি একটি গোল করে দলকে এগিয়ে দেয় । ২০ মিনিটের মাথায় প্যালান্টি পেয়ে দশদা একাদশ খেলার সমতা ফেরায়। ২২ মিনিটের মাথায় আরেকটি গোল করার ফলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় কাসকাউ এফ সি । দ্বিতীয়ার্ধে খেলার ৩ মিনিটের মাথায় দশদা একাদশ দলের খেলোয়াড় খেলার সমতা ফেরায় । ১৫ এবং ২০মিনিটের মাথায় পর পর দুটি গোল করে ৪-২ গোলে এগিয়ে যায় দশদা একাদশ । খেলা শেষ হওয়ার ৮ মিনিট মধ্যে কাসকাউ এফ সি দল পর পর দুটি গোল করে খেলার সমতা ফেরান । কাসকাউ দলের শেষ গোল মেনে নিতে পারেনি দশদা। এদিন বিকেলে পঞ্চায়েত মাঠের মধ্যে দর্শকের উপচে পড়া ভিড়। তিল ধরানোর জায়গা ছিলনা । কাসকাউ দলের নরেন্দ্র আপাত একাই ৪টি গোল করেন । দশদা একাদশের রাহুল রিয়াং ৩টি এবং ডেবিড রিয়াং ২টি গোল করেন ।