মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স) : মহারাষ্ট্রের থানেতে বিস্ফোরণে পাঁচজন শ্রমিকের মৃত্যু । শনিবার বিকেলে মহারাষ্ট্রের থানের উলহাসনগর শহরের সেঞ্চুরি কোম্পানিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় অনেকে আহতও হয়েছেন। আহতদের সকলকে কল্যাণের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা নাগাদ উলহাসনগর শহরের সেঞ্চুরি কোম্পানিতে হঠাৎ করে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কোম্পানিতে কর্মরত পাঁচজন শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনায় আরও অনেকে আহত হন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শহরের তানাজি নগর, শাহাদ গ্রাম, গুলশান নগর, শাহাদ ফাটক, ধোবিঘাট, শিবনেরি নগরে তার কম্পন অনুভূত হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই সাহদ থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

