করিমগঞ্জের দরগারবন্দ গ্রামে অপরিস্রুত ও অনিয়মিত জল সরবাহের অভিযোগ

দুল্লভছড়া (অসম), ২৩ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দুল্লভছড়া ব্লকের অধীন দরগারবন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কৃষ্ণনগরে অপরিস্রুত ও অনিয়মিত জল সরবাহের অভিযোগ উঠেছে। সরকার হর ঘর নল বিশুদ্ধ পানি ঘরে ঘরে দেওয়ার ব্যবস্থা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন প্রকল্প চালু করেছিল। সেই সঙ্গে আরও নতুন প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

কিন্তু বাস্তবে ওই সব প্রকল্প থেকে কতটুকু সুবিধা পাচ্ছেন সাধারণ জনগণ তা নিয়ে বিভাগীয় আধিকারিক কিংবা স্থানীয় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার জনগণের সমস্যা নিয়ে অবগত নন। এতে সরকারের বরাদ্দ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বলে বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

অভিযোগে বহুজন বলেছেন, দুল্লভছড়া এলাকার কোনও কোনও প্রকল্পের কর্মীরা নির্দিষ্ট সময়ে পরিচ্ছন্ন জল সরবরাহ করে থাকে। কিন্তু দরগারবন্দ গ্রামে বিদ্যমান পশ্চিম কৃষ্ণনগর পিডব্লিউএসএস-এর জল জীবন মিশনের কর্মীরা দু-তিন দিন পর পর জল সরবরাহ করেন, তা-ও আবার নির্দিষ্ট সময় ছাড়াা

প্রকল্পর অধীনস্থ সব কয়টি এলাকায় সরকারের সব কা সাথ, সব কা বিকাশ নিয়ে রয়েছে বহু প্রশ্ন যা বিভাগীয় আধিকারিক বা কর্মীদের জন্যই জনসাধারণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। এভাবে অপরিস্রুত জল সরবরাহ করায় জল ব্যবহারকারীরা নানান রোগের আতঙ্কে ভুগছেন।