গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘ঘৃণ্য মন্তব্য’ করার দায়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে গুয়াহাটির এক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অসম প্রদেশ মহিলা কংগ্রেস।
থানায় দায়েরকৃত অভিযোগে লেখা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে হিমন্তবশ্ব শর্মা বলেছেন, ভগবান হনুমান যেভাবে লঙ্কা পুড়িয়ে ফেলেছিলেন, সেভাবে দিল্লির ১০ জনপথকে পুড়িয়ে ফেলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে পরামর্শ দিয়েছেন। দিল্লির ১০ জনপথ বলতে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সোনিয়া গান্ধীর বাসস্থান বলে বোঝায়। প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগে আরও বলা হয়েছে, হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে নিয়ে খেলতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন।
অভিযোগপত্রে প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রীরা আরও লিখেছেন, কেবল তা-ই নয়, সোনীয়া গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রীও। ১০ জনপথ পুড়িয়ে ফেলতে যে প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, তাতে হিন্দু ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তিনি অগ্নিসংযোগ ও দাঙ্গায় লিপ্ত হওয়ার জন্য জনসাধারণের কাছে খোলাখুলি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় বিরোধী কংগ্রেস দলনেতা দেবব্রত শইকিয়া মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে একই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছেন। শইকিয়া অভিযোগ করেছেন, মধ্যপ্রদেশের বিদিশায় জন-আশীর্বাদ সমাবেশে হিমন্তবিশ্ব সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা শইকিয়ার অভিযোগ, হিমন্তবিশ্ব শর্মা দিল্লিতে ১০, জনপথ, সোনিয়া গান্ধীর সরকারি বাসভবনে ‘আগুন লাগানোর’ ডাক দিয়েছেন।

