তামিলনাড়ুর মাদুরাইতে একটি ব্যাঙ্কে আগুন

মাদুরাই, ২৩ সেপ্টেম্বর (হি.স) : তামিলনাড়ু জেলার মাদুরাইতে একটি ব্যাঙ্কে আগুন লেগেছে। শনিবার ভোররাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় আগুন লাগে। দমকল বিভাগের কর্মীরা এই তথ্য জানিয়েছেন। দমকল কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, মাদুরাই পেরিয়ার বাস স্ট্যাণ্ডের কাছে একটি স্টেট ব্যাঙ্কে শনিবার ভোর ৩টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। রোজকারমত ওই এলাকায় পুলিশ ভোররাতে টহল দিচ্ছিল। হঠাৎই ব্যাঙ্কের ভিতরে আগুন দেখতে পায় কিছু পুলিশ। তারপরই তাঁরা দমকলে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ আগুন লাগার বিষয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।