বৈষ্ণবনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সাফল্য পুলিশের । লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বৈষ্ণবনগরের স্কুল মাঠের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম বাপি শেখ ওরফে কারিমুল্লা। বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের হাড়ুচক গ্রামে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পুলিশি অভিযানে ভোর রাত দু’টো নাগাদ বৈষ্ণবনগরের স্কুল মাঠের পেছন থেকে বাপি শেখকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার অন্তর্বাস থেকে দু’টি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার হয়।
মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ধৃতের কাছ থেকে ৩১১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।