আগরতলা , ২২ সেপ্টেম্বর : আজ রাজ্য অতিথিশালায় কার্টস ইন্টারন্যাশনালের উদ্যোগে এমএসএমই এবং মহিলা উদ্যোক্তাদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এদিনের কর্মশালায় ক্রমবর্ধমান ই-ব্যবসায় উপর নজর রাখার আহ্বান জানিয়েছে মহিলা উদ্যোক্তাদের। পাশাপাশি কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদের সংস্থাকে বাঁচিয়ে রাখবে সেইসব বিষয়ে আলোচনা হয়েছে।
কার্টস ইন্টারন্যাশনালের ডিরেক্টর অর্ণব গাঙ্গুলি বলেন, ভারতবর্ষে প্রায় ছয় কোটি এম এস এম ই আছে। তার মধ্যে ৩০ শতাংশ হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত। ২০২২সালে যখন করোনা ভয়াবহতা বৃদ্ধি পায় সেই সময় এই এমএসএমই গুলি তাদের ব্যবসা অনলাইনে শুরু করে। সেই সময় ১লক্ষ 88 হাজার এম এস এম ই সাইবার অপরাধের শিকার হয়েছে ।সাইবার অপরাধীরা যেন তাদেরকে বোকা বানাতে না পারে ও তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে সেইসব বিষয়ে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয়েছে।
এদিন তিনি আরো বলেন, এই কর্মশালা পাটনা থেকে শুরু হয়েছে। ত্রিপুরায় এই প্রথমবারের মত কর্মশালা আয়োজিত হয়েছে। মূলত মহিলা উদ্যোক্তাদের সাইবার নিরাপত্তা কি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে।