ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। পশ্চিম জেলা যোগা কমিটির বৈঠক ২৪ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির জরুরি বৈঠক ওই দিন বেলা সাড়ে ১১ টায় ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। চলতি বছরে যোগা মিট এবং কোচিং ক্যাম্প চালু করার বিষয় নিয়ে এতে আলোচনা হবে। জেলা কার্যকরী কমিটির সকল সদস্যদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য সভাপতি উত্তম দেবনাথ এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।
2023-09-22